অনলাইন সংস্করণ
১৬:০৩, ৩০ জুলাই, ২০২৫
যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সরাসরি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দায়ী করে বলেন—“স্টারমার হামাসের নৃশংস সন্ত্রাসকে পুরস্কৃত করছেন এবং তার শিকারদের শাস্তি দিচ্ছেন। আজ ইসরায়েলের সীমান্তে একটি জিহাদবাদী রাষ্ট্র গড়ে উঠলে, আগামীকাল তা যুক্তরাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “জিহাদপন্থী সন্ত্রাসীদের তোষণনীতি অতীতে যেমন ব্যর্থ হয়েছে, এবারও তা ব্যর্থ হবে। আপনিও ব্যর্থ হবেন। এটি হতে দেওয়া হবে না।”
ইসরায়েলি সরকারের ভাষ্য, ফিলিস্তিন রাষ্ট্রকে এখন স্বীকৃতি দেওয়া মানেই হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া, যা ইসরায়েল এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।
এরআগে, গাজায় ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে এবং যুদ্ধবিরতি চুক্তি না করলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।
মঙ্গলবার যুক্তরাজ্য জানায়, তারা একটি স্বাধীন ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।