ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ইতিহাসে সবচেয়ে বড়টি কত ছিল?

রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ইতিহাসে সবচেয়ে বড়টি কত ছিল?

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলে বুধবার ভোরে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, তা বিশ্বের ইতিহাসে অন্যতম বড় ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৮.৮ রিখটার স্কেলে।

এই মাত্রার ভূমিকম্প খুব বিরল এবং তা ভূমিকম্প পরিমাপক ইতিহাসে শীর্ষ সারির কয়েকটির মধ্যে পড়ে।

ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে আজকেরটি কোথায়?

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, পৃথিবীতে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো হলো:

  • চিলি, ১৯৬০ – ৯.৫ (পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প)
  • আলাস্কা, যুক্তরাষ্ট্র, ১৯৬৪ – ৯.২
  • সুমাত্রা, ইন্দোনেশিয়া, ২০০৪ – ৯.১
  • তোহোকু, জাপান, ২০১১ – ৯.১
  • কামচাটকা, রাশিয়া, ১৯৫২ – ৯.০

এরপরেই রয়েছে ৮.৮ মাত্রার ভূমিকম্পগুলো—যেমন চিলি (২০১০) ও ইকুয়েডর (১৯০৬)—যাদের সারিতে এবার যুক্ত হলো ২০২৫ সালের রাশিয়ার কামচাটকার এই ভূমিকম্প।

বিশেষজ্ঞদের মতে, এত বড় মাত্রার কম্পন ভূত্বকের গভীরে ব্যাপক শক্তির সঞ্চার করে, যার ফলে পরবর্তী সময়ে সুনামি ও আফটারশক (অনুস্পন্দন) ঘটার ঝুঁকি বেড়ে যায়।

এই মাত্রার ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে সুনামির আশঙ্কা থাকে। ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন শহর ও আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

রাশিয়া,ভূমিকম্প,সবচেয়ে বড়,ইতিহাসে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত