ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামির সতর্কতা প্রত্যাহার

যুক্তরাষ্ট্র ও জাপানে সুনামির সতর্কতা প্রত্যাহার

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আঘাত হানা শক্তিশালী ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে শক্তিশালী সুনামি আঘাত হানার কোনো সম্ভাবনা না থাকায় দেশ দুটি তাদের সর্বোচ্চ সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘যুক্তরাষ্ট্রে বড় সুনামির হুমকি সম্পূর্ণভাবে কেটে গেছে। আমরা এখন সত্যিই ভালো অবস্থায় আছি। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলাম। কিন্তু ইশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।’

তিনি আরও জানান, ছোট সুনামি ঢেউয়ের হুমকি অব্যাহত থাকায় ক্যালিফোর্নিয়ার অন্যান্য অংশের পাশাপাশি ওরেগন, ওয়াশিংটন, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু অংশে সুনামির নিম্ন স্তরের সতর্কতা এখনো কার্যকর রয়েছে।

এরআগে জাপান ও রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করল সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলে ঢেউ দেখা যায়।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা প্রথমে কান্তো থেকে ওয়াকায়ামা উপকূল পর্যন্ত সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে শুধুমাত্র সতর্কতা জারি করে। তবে হোকাইদো এবং তোহোকু পর্যন্ত এখনো সর্বোচ্চ সতর্কতা বহাল রয়েছে।

আবা/এসআর/২৫

যুক্তরাষ্ট্র,সুনামি,প্রত্যাহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত