
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে, ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে লেমোর নেভাল এয়ার স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় বিমানের পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া ও আগুন উঠছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা দ্রুত উপস্থিত হন।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়া এফ-৩৫ যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অধীন ছিল। "রাফ রেইডার্স" নামে পরিচিত এই স্কোয়াড্রনটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন হিসেবে কাজ করে, যেখানে এফ-৩৫ প্ল্যাটফর্মে পাইলট ও এয়ারক্রুদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ক্যালিফোর্নিয়ার নেভাল এয়ার স্টেশন লেমোর হচ্ছে মার্কিন নৌবাহিনীর ওয়েস্ট কোস্টে স্ট্রাইক ফাইটার অপারেশনের প্রধান ঘাঁটি, যা সামরিক বিমানচালকদের যুদ্ধ উপযোগী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এফ-৩৫ 'লাইটনিং ২' সম্পর্কে কিছু তথ্য:
এফ-৩৫ লাইটনিং ২ একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, যা নির্মাণ করেছে মার্কিন অ্যারোস্পেস, প্রতিরক্ষা ও নিরাপত্তা কোম্পানি লকহিড মার্টিন। এই বিমানটি উচ্চ গতি, চপলতা এবং উন্নত সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত, যা পাইলটদের আগেই শত্রু শনাক্ত ও প্রতিক্রিয়া জানাতে সহায়তা করে। এটি তিনটি ভিন্ন সংস্করণে আসে, যার মধ্যে এফ-৩৫সি বিশেষভাবে বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
সূত্র: দি ইকোনমিক টাইমস