
গাজায় ইসরায়েলের হামলা নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক নিন্দার মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের পথ অনুসরণ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন বাণিজ্য চুক্তির হুমকি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প লেখেন, “আশ্চর্য! কানাডা ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এটা আমাদের জন্য তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করাকে খুব কঠিন করে তুলবে। ওহ কানাডা!!!”
তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
জাতিসংঘে স্বীকৃতির পরিকল্পনা
ট্রাম্পের এই মন্তব্য আসে একদিন পর, যখন প্রধানমন্ত্রী কার্নি ঘোষণা দেন যে চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণার পর এটি এসেছে।
শুল্ক হুমকি ও বাণিজ্য আলোচনা
কানাডা ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, যার সময়সীমা ১ আগস্ট। এই সময়সীমার মধ্যেই চুক্তি না হলে, ট্রাম্প প্রশাসন কানাডার যেসব পণ্য মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির (USMCA) আওতাভুক্ত নয়, সেগুলোর ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছে।
বুধবার কার্নি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা “গঠনমূলক” হলেও, আলোচনার চূড়ান্ত রূপ পাওয়া হয়তো সময়ের মধ্যেই সম্ভব নাও হতে পারে।
ফিলিস্তিন স্বীকৃতির শর্ত
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কার্নি বলেন, এটি একটি দীর্ঘদিনের কূটনৈতিক লক্ষ্য—যেটি “আমাদের চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।” তবে তিনি এ সিদ্ধান্তের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেন।
তিনি বলেন, স্বীকৃতি দেওয়া হবে যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ (যারা পশ্চিম তীরে প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে) জরুরি সংস্কার বাস্তবায়নে সম্মত হয়।
কার্নি আরও বলেন, ২০২৬ সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাসের অংশগ্রহণ থাকবে না, এবং একটি “বেসামরিক, নিরস্ত্রীকৃত” ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিলে তবেই কানাডা স্বীকৃতি দেবে।