
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ১১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯১ জন ছিলেন ত্রাণ সহায়তার আশায় জড়ো হওয়া মানুষ। আহত হয়েছেন আরও অন্তত ৮২০ জন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলীয় আল-কারারা শহরের কাছে ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর একাধিক মর্টার শেল নিক্ষেপ করেছে।
এদিকে হামাসের বন্দিতে পরিণত হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বেশ কয়েকটি আরব দেশের এক যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ঐ ঘোষণায় প্রথমবারের মতো হামাসকে গাজায় ক্ষমতা ছাড়ার এবং নিরস্ত্র হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, জাতিসংঘের মতপ্রকাশ বিষয়ক বিশেষ দূত আইরিন খান জানান, গাজার উত্তরাঞ্চলে আল-জাজিরার শেষ কর্মরত সাংবাদিক আনাস আল-শরীফের প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি নিয়ে তাদের সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়েডেপফুল বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমঝোতার শেষ পর্যায়ে গিয়ে, তবে তিনি উল্লেখ করেন যে এই প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত। তিনি আরও বলেন, বার্লিন একতরফা পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক অংশীদারিত্ব চুক্তির একটি অংশ স্থগিত করার আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।