ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

ট্রাম্পের হুমকির পর রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং রুশ তেলের ওপর ছাড় কমে যাওয়ায় রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত এক সপ্তাহে ভারতের সরকারি তেল পরিশোধন কোম্পানিগুলো রাশিয়ার কাছ থেকে কোনো তেল কেনেনি।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত সাম্প্রতিক সময়ে রাশিয়ার সমুদ্রপথে পাঠানো অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতায় পরিণত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে তারা বিকল্প উৎস খুঁজছে।

রয়টার্স জানিয়েছে, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল)—গত সপ্তাহে রুশ তেলের কোনো ক্রয়াদেশ দেয়নি। প্রতিষ্ঠানগুলো এবং ভারতের জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বিকল্প হিসেবে এসব কোম্পানি এখন মধ্যপ্রাচ্যের আবু ধাবির মুরবান ক্রুড এবং পশ্চিম আফ্রিকার তেল কেনার বিষয়ে চিন্তা-ভাবনা করছে। ভারতের রাষ্ট্রীয় তেল পরিশোধন কোম্পানিগুলোর মিলিত দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ৫২ লাখ ব্যারেল, যার মধ্যে রাষ্ট্রীয় কোম্পানিগুলোর দখলে রয়েছে ৬০ শতাংশেরও বেশি।

তবে বেসরকারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি এখনও রুশ তেলের বড় ক্রেতা হিসেবে রয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১৪ জুলাই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তিচুক্তিতে না পৌঁছালে রুশ তেল কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরপর বুধবার (৩০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি ভারতকে লক্ষ্য করে ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি অতিরিক্ত জরিমানার ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ট্রুথ স্যোশালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তাতে আমার কিছু যায় আসে না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতি ধ্বংস করে ফেলতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তারা বিশ্বের অন্যতম বেশি শুল্ক আরোপকারী দেশ। রাশিয়ার সঙ্গেও আমাদের তেমন বাণিজ্য নেই এবং আমি চাই এই অবস্থাই বজায় থাকুক।’

ভারত,রাশিয়ার তেল,ট্রাম্পের হুমকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত