ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুরুষদের ফাঁদে ফেলে নবম বিয়ের চেষ্টা, গ্রেপ্তার তরুণী

পুরুষদের ফাঁদে ফেলে নবম বিয়ের চেষ্টা, গ্রেপ্তার তরুণী

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে নবম বিয়ের প্রস্তুতির সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম সামিরা ফাতিমা। এর আগেও তিনি আটবার বিয়ে করেছেন বলে জানায় পুলিশ।

তদন্তে জানা গেছে, সামিরা ফাতিমা বিয়ের পর স্বামীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। তিনি ধনী পুরুষদের লক্ষ্য করে প্রথমে প্রেমের সম্পর্কে জড়াতেন এবং পরে বিয়ে করতেন। এরপর শুরু হতো ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের প্রক্রিয়া।

পুলিশের ধারণা, গত ১৫ বছর ধরে তিনি একই কৌশলে বহু পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। এক স্বামীর কাছ থেকে তিনি ৫০ লাখ রুপি, আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি নিয়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

তদন্তকারীরা জানান, সামিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এ গ্যাংয়ের সহায়তায়ই তিনি স্বামীদের কাছ থেকে অর্থ আদায় করতেন। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, সামিরা একজন শিক্ষিত নারী এবং পেশায় একজন শিক্ষিকা।

বিয়ের জন্য তিনি মূলত বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন। এসব মাধ্যমে তিনি নিজেকে সন্তানসহ তালাকপ্রাপ্ত নারী হিসেবে পরিচয় দিতেন এবং আবেগঘন কথাবার্তার মাধ্যমে টার্গেট পুরুষদের প্রেমের ফাঁদে ফেলতেন।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ জুলাই নাগপুরের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যখন তিনি তার পরবর্তী শিকার খুঁজছিলেন। সূত্র: এনডিটিভি

গ্রেপ্তার তরুণী,নবম বিয়ের চেষ্টা,পুরুষ,ফাঁদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত