ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমরা চাই গাজার মানুষ যেন না খেয়ে থাকে: ট্রাম্প

আমরা চাই গাজার মানুষ যেন না খেয়ে থাকে: ট্রাম্প

গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই। এটি এমন একটি বিষয়, যা অনেক আগেই করা উচিত ছিল।’

শুক্রবার (১ আগস্ট) সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা চাই গাজার মানুষ যেন বাস করতে পারে। তারা যেন না খেয়ে না থাকে।”

তবে একইসঙ্গে তিনি দাবি করেন, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস মানবিক ত্রাণ চুরি করে নিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থাই পূর্বে জানিয়েছে, হামাসের ত্রাণ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গাজার বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ শুক্রবার রাফা সীমান্তে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্র পরিদর্শনে যান।

তিনি বলেন, “মানবিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানার জন্যই আমি এখানে এসেছি। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি বিস্তারিত জানাব।”

তবে উইটকোফ এখনো তাকে কিছু জানায়নি বলেও উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে, বৃহস্পতিবার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে তারা এখন পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে কাজ করছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আপনারা দ্রুতই কিছু দেখতে পাবেন।”

ট্রাম্প,গাজার মানুষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত