
ইসরায়েলের টানা ২২ মাসের আগ্রাসনে বিপর্যস্ত গাজায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল পাকিস্তান। দেশটি অবরুদ্ধ এই উপত্যকায় নতুন করে ১০০ টন ত্রাণসামগ্রী পাঠাচ্ছে। খাদ্য সংকট ও ওষুধের অভাবে দিন কাটানো ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার।
রোববার (৩ আগস্ট) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ ও আলখিদমাত ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ঘোষণা অনুযায়ী, সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ১০০ টন ওজনের এই সহায়তা চালান গাজায় পাঠানো হবে। এর মধ্যে রয়েছে ৬৫ টন ‘রেডি-টু-ইট’ খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ।
এ পর্যন্ত গাজায় পাকিস্তান থেকে পাঠানো সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৫ টন। নতুন চালানটি পৌঁছালে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮১৫ টনে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘এই সংকটময় মুহূর্তে পাকিস্তান সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে। যতটা সম্ভব তাদের পাশে থেকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব।’
এসময় তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধান চেয়েছেন।
অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত গাজার মানুষের প্রতি পাকিস্তানি জনগণের সহানুভূতি ও উদারতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।