ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২ বছরের শিশুকে লাগেজে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার

২ বছরের শিশুকে লাগেজে ভরে বাস ভ্রমণ, নারী গ্রেপ্তার

নিউজিল্যান্ডে বাসে ভ্রমণের সময় লাগেজের ভেতর থেকে দুই বছর বয়সী এক শিশু উদ্ধারের ঘটনায় ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটিকে মারাত্মক ঝুঁকিতে ফেলার অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের উত্তরের ছোট শহর কাইওয়াকাতে। রোববার এক যাত্রী বাসে নিজের লাগেজ তোলার সময় চালকের সন্দেহ হয়। লাগেজটি নড়াচড়া করছিল, এমনটি খেয়াল করার পর চালক সেটি খুলে দেখেন ভিতরে একটি ছোট মেয়ে শিশু রয়েছে।

ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয় এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাগেজে আটকে থাকলেও শিশুটির বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি বলে জানায় পুলিশ। বর্তমানে তার চিকিৎসা চলছে।

শিশুটির সঙ্গে অভিযুক্ত নারীর সম্পর্ক কী, তা এখনও জানানো হয়নি। সোমবার তাকে নর্থ শোর জেলা আদালতে হাজির করার কথা রয়েছে।

নারী গ্রেপ্তার,বাস ভ্রমণ,শিশুকে লাগেজে,২ বছরের শিশু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত