
ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।
জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আরব সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এতে প্রায় ১৫৭ জন ইউথোপিয়ান ছিল।
আইওএম জানিয়েছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১২ জনকে। নিখোঁজ আরও ৭৪ জনের ব্যাপারে বলা হয়েছে, তাদের আর বেঁচে থাকার সম্ভাবনা নেই।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতদেহগুলো উপকূলজুড়ে বিভিন্ন এলাকায় ভেসে উঠছে।
এপি’র খবরে বলা হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় খানফার জেলায় ৫৪টি মৃতদেহ উপকূলে পাওয়া গেছে। আরও ১৪টি মরদেহ জিনজিবার শহরের একটি হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
আইওএম ইয়েমেন মিশনের প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেন, নৌকাটি একটি বিপজ্জনক রুটে চলছিল। এই রুট সাধারণত মানব পাচারকারীরা ব্যবহার করে। আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চল থেকে উপসাগরীয় দেশগুলোর দিকে পাড়ি জমানো অভিবাসীরা প্রায়ই ইয়েমেন হয়ে যাত্রা করেন।
আইওএম জানায়, অভিবাসীদের অনেকে বলছেন, পাচারকারীরা এখন আরও ভয়ংকর হয়ে উঠেছে। তারা ইচ্ছাকৃতভাবে খারাপ আবহাওয়ায়ও সমুদ্রযাত্রা করাচ্ছে। এর পেছনে উদ্দেশ্য হলো নিরাপত্তা বাহিনীর নজর এড়ানো। এই ঘটনায় সংস্থাটি গভীর শোক প্রকাশ করেছে।
আবা/এসআর/২৫