ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘নব্য উপনিবেশবাদের পথেই হাঁটছেন ট্রাম্প’, রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

‘নব্য উপনিবেশবাদের পথেই হাঁটছেন ট্রাম্প’, রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতি নিয়ে তীব্র সমালোচনা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই শুল্কনীতি গ্লোবাল সাউথের দেশগুলোর বিরুদ্ধে ‘নব্য উপনিবেশবাদী’ কৌশল এবং জাতীয় সার্বভৌমত্বের ওপর ‘সরাসরি হস্তক্ষেপ’।

সম্প্রতি বিশ্বের কয়েক ডজন দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার প্রেক্ষিতে সোমবার এই মন্তব্য করেন জাখারোভা।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে স্বাধীন পথ বেছে নেওয়া দেশগুলোর উপর রাজনৈতিকভাবে অনুপ্রাণিত অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। এটি এক ধরনের অর্থনৈতিক আগ্রাসন।’

তিনি আরও বলেন, ‘নতুন উদীয়মান বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ হারাতে বসেছে। তারা সেই বাস্তবতাকে মেনে নিতে পারছে না। তাই নিষেধাজ্ঞা ও একতরফা শুল্ক বসিয়ে তারা ইতিহাসের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করতে চাইছে। কিন্তু ইতিহাস কোনো শুল্কযুদ্ধের কাছে হার মানবে না।’

জাখারোভা জানান, রাশিয়া অবৈধ একতরফা নিষেধাজ্ঞা প্রতিরোধে প্রস্তুত এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায়।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন গ্লোবাল সাউথ ও ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) জোটের ভূমিকা। জোটটি সম্প্রসারিত হয়ে ২০২৪ সালে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ২০২৫ সালে ইন্দোনেশিয়াকে অন্তর্ভুক্ত করেছে।

কড়া প্রতিক্রিয়া,রাশিয়া,ট্রাম্প,নব্য উপনিবেশবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত