অনলাইন সংস্করণ
১৮:২২, ০৫ আগস্ট, ২০২৫
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে নিয়ে উচ্ছসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘তিনি এখন তারকা হয়ে গেছেন। বেশ সুন্দরীও। ওর ঠোঁট দুটো যেন মেশিনগানের মতো নড়াচড়া করে! আসলে তিনি একজন মহান ব্যক্তি।’
সাক্ষাৎকারটি সম্প্রচার হয় ১ আগস্ট। এর ঠিক একদিন আগে ক্যারোলিন লেভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, কারণ তিনি বিশ্বজুড়ে একাধিক সংঘাতের অবসানে নেতৃত্ব দিয়েছেন।
হোয়াইট হাউসের ওই প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন, থাইল্যান্ড-কম্বোডিয়া, ইসরাইল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তানসহ ছয়টি অঞ্চলের সংঘাতের মীমাংসা করেছেন ট্রাম্প।
তার মতে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শেষ ছয় মাসে প্রতি মাসেই একটি শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছেন।’
১৯৯৭ সালের ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে জন্ম নেওয়া লেভিট ৩৬তম হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন। মাত্র ২৭ বছর বয়সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সচিব হিসেবে এই দায়িত্ব পান তিনি। কর্মজীবনের শুরুতে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল করেসপন্ডেন্সে চিঠি লেখক হিসেবে কাজ করেছেন।
২০২৫ সালের জানুয়ারিতে নিকোলাস রিকিওকে বিয়ের মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত জীবনেও আলোচনায় আসেন লেভিট। তার ব্যক্তিত্ব, দক্ষতা এবং দৃঢ় রাজনৈতিক অবস্থানের পাশাপাশি প্রেসিডেন্টের সরাসরি প্রশংসা তাকে আরও সামনে নিয়ে আসছে।