ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনার জেরে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ আগস্ট) এই সিদ্ধান্তের অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এই আদেশ অনুযায়ী, আগামী তিন সপ্তাহের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, অতিরিক্ত এই শুল্ক যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কের হারকে ৫০ শতাংশে নিয়ে গেছে। যা বর্তমানে চীন ও পাকিস্তানের চেয়ে যথাক্রমে ২০ এবং ২১ শতাংশ বেশি। নতুন এই শুল্ক যোগ হবে ইতোমধ্যে কার্যকর হওয়া ২৫ শতাংশের ওপর।

তবে নির্দিষ্ট খাত যেমন স্টিল ও অ্যালুমিনিয়াম–এই খাতভিত্তিক শুল্কের আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকবে। একইভাবে ওষুধসহ সংবেদনশীল পণ্যে আপাতত এই শুল্ক কার্যকর হবে না।

এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। এই বাস্তবতায় আমার মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।’

এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রকাশ্যে ভারতের বাণিজ্য নীতি নিয়ে ক্ষোভ জানিয়ে বলেছিলেন, ‘ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা প্রচুর ব্যবসা করে, কিন্তু খুব কমই দেয়।’

টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমরা ২৫ শতাংশ শুল্কে স্থির হয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও বাড়াতে হবে। কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে।’

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর জরিমানাস্বরূপ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। সেই হুঁশিয়ারির ৪৮ ঘণ্টা আগেই তিনি নতুন শুল্ক আরোপ করলেন।

ট্রাম্পের এমন পদক্ষেপের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া থেকে আমদানি বন্ধ করেনি এমন বহু পশ্চিমা দেশ রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রও রুশ পণ্য আমদানি করছে বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

এদিকে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের বন্ধু, তবে এতদিনেও আমরা ভারসাম্যপূর্ণ বাণিজ্য করতে পারিনি। তাদের কঠোর ও জটিল বাণিজ্য নীতিই এর অন্যতম কারণ।’

ট্রাম্প,২৫ শতাংশ শুল্ক,ভারত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত