ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭২

গাজা উপত্যকায় শুক্রবার দিনভর ইসরায়েলের অবিরাম হামলায় আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ২০১ জন মারা গেছেন ক্ষুধা ও অপুষ্টিতে।

মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ৭২ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন ৩১৪ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা এখন ১ লাখ ৫২ হাজার ৩৫৯।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও চারজন ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন, যার ফলে এ ধরনের মৃত্যুর মোট সংখ্যা ২০১ হয়েছে। এদের মধ্যে ৯৮ জনই শিশু। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এখনও বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। কিন্তু ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জরুরি পরিষেবা ও সিভিল ডিফেন্স কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১ হাজার ৭৭২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এমন ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন। ২৭ মে থেকে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ ধরনের ঘটনায় আহত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন।

আবা/এসআর/২৫

গাজা,নিহত,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত