
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের মাদকবিরোধী প্রাণঘাতী অভিযানের পর রাস্তা থেকে অন্তত ৬০টি মরদেহ করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক পরিসরের অভিযানের একদিন পর সেখানকার একটি সড়কে এসব মরদেহ স্তূপ করে রাখা অবস্থায় দেখতে পাওয়া গেছে।
বুধবার (২৯ অক্টোবর) রিও ডি জেনেইরোর একটি ফাভেলার বাসিন্দারা বুতাদের এলাকায় একটি চত্বরে মরদেহগুলো পড়ে থাকতে দেখেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পেনহা ফাভেলা শহরের ইতিহাসে সংঘবদ্ধ বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে মঙ্গলবার সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান পরিচালনা করা হয়েছে।
রিও ডি জেনেইরো থেকে এএফপি জানায়, এটি ওই শহরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা। এক দিন আগে পুলিশ সেখানে মাদকবিরোধী অভিযান চালায়।
মরদেহগুলো পেনহা কমপ্লেক্সের একটি প্রধান সড়কের কাছে রাখা হয়।
তবে তারা মঙ্গলবার উত্তর রিওর দুটি ফাভেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
বিভিন্ন নাগরিক সংগঠন সামরিক ধাঁচের এই অভিযানে বিপুল প্রাণহানির তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, এটি ব্রাজিলের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর পুলিশের প্রাণঘাতী অভিযানের চলমান প্রবণতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, আমরা কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় তাদের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এই ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্তের আহ্বান জানাচ্ছি।
সূত্র: রয়টার্স।
আবা/এসআর/২৫