ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আহমেদ আল-শারার ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আহমেদ আল-শারার ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। আগামী সোমবার প্রেসিডেন্ট শারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ পক্ষে ভোট দেয় এবং চীন ভোটদান থেকে বিরত থাকে। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর থেকেই এটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

গত কয়েক মাস ধরে ওয়াশিংটন নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রও সিরিয়ার ওপর থেকে নিজেদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (শারা) খুব ভালো কাজ করছেন। এটি একটি কঠিন অঞ্চল এবং তিনিও কঠিন মানুষ। তবে আমাদের সম্পর্ক ভালো এবং সিরিয়া ইস্যুতে অনেক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, যাতে তারা নিজেদের পুনরুদ্ধারের সুযোগ পায়।

১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের পর, গত ডিসেম্বর মাসে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর আকস্মিক অভিযানে ক্ষমতাচ্যুত হন। একসময় আল-কায়েদার আনুষ্ঠানিক শাখা হিসেবে পরিচিত এইচটিএস ২০১৬ সালে ওই সম্পর্ক ছিন্ন করে। ২০১৪ সাল থেকে এইচটিএস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

যদিও এইচটিএসের বেশ কয়েকজন সদস্য এখনো জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও অস্ত্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, তবে প্রেসিডেন্ট শারা ও স্বরাষ্ট্রমন্ত্রী খাত্তাবের ওপর থেকে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে আল-কায়েদা ও এইচটিএস-এর মধ্যে কোনো সক্রিয় সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স

নিষেধাজ্ঞা প্রত্যাহার,জাতিসংঘ,আহমেদ আল-শারা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত