অনলাইন সংস্করণ
১৪:২৭, ১৭ নভেম্বর, ২০২৫
সৌদি আরবে মক্কা থেকে মদিনার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪৫ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার একমাত্র বেঁচে থাকা ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত ও আহতদের মধ্যে সবাই মক্কা থেকে ওমরাহ শেষে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৬ জন হায়দরাবাদের বাসিন্দা। তারা সকলেই মাল্লেপল্লির বাজারঘাট এলাকার। প্রাথমিকভাবে মৃতদের পরিচয় যাচাই করা হচ্ছে।
হায়দরাবাদ পুলিশ কমিশনার ভি.সি. সাজ্জনার জানিয়েছেন, “৪৫ জনের মৃত্যু নিশ্চিত, এবং একজন বেঁচে আছেন।”
ঘটনার সঙ্গে যুক্ত তথ্য অনুসারে, এই ওমরাহযাত্রীরা ৯ নভেম্বর হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেছিলেন। তারা আল মিনা এবং আল মেক্কা ট্রাভেলস, নাম্পাল্লির মাধ্যমে সফর করছিলেন।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পদক্ষেপ নিচ্ছে। সূত্র: এনডিটিভি