
ভারত শান্তি চাইলেও সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, নতুন ভারত সন্ত্রাসবাদকে আর ভয় পায় না, সন্ত্রাসীদের সামনে মাথা নতও করে না।
নবম শিখ গুরু তেগ বাহাদুরের ৩৫০তম শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে এসব কথা বলেন মোদি। খবর—এনডিটিভি।
মোদি বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সীমান্তের নিরাপত্তায় আমরা কোনও ছাড় দিই না। নতুন ভারত সন্ত্রাসবাদের সামনে আর ভয় পায় না, থামে না, মাথা নতও করে না। আজকের ভারত শক্তি, সাহস ও স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে।
তিনি আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহিবের তিনটি প্রাচীন সংস্করণ ভারতে পৌঁছানোর ঘটনাকে ‘ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। মোদি বলেন, তার সরকার শিখ সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করছে।
নবম শিখ গুরুর আনন্দপুর সাহিব থেকে যাত্রার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেই সময় অসংখ্য গ্রাম ‘সঙ্গত’-এর সঙ্গে যুক্ত হয়েছিল, যা মানুষের ভক্তি, বিশ্বাস ও সামাজিক আচরণে গভীর পরিবর্তন আনে।