ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইলন মাস্কের ‘এক্স’-কে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা

ইলন মাস্কের ‘এক্স’-কে ১৪০ মিলিয়ন ডলার জরিমানা

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-কে (সাবেক টুইটার) একটি বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রযুক্তি নিয়ন্ত্রকরা। অনলাইন কনটেন্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ইইউ নিয়ন্ত্রকরা এক্স-কে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। খবর: রয়টার্সের।

এদিকে এই সিদ্ধান্তকে ‘একটি জঘন্য সিদ্ধান্ত’ বলে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘ইউরোপ কিছুটা ভুল পথে হাঁটছে। আমি বুঝতে পারছি না তারা এটা কীভাবে করতে পারে।’ তবে তিনি নিশ্চিত করেন, মাস্ক এ বিষয়ে তার কাছে কোনো সাহায্য চাননি।

ট্রাম্প আরও জানান, জরিমানার বিষয়ে তিনি পুরো প্রতিবেদন নিয়ে পরে বিস্তারিত জানাবেন এবং সতর্ক করে দিয়ে বলেন, ‘ইউরোপকে খুব সাবধানে থাকতে হবে।’

জরিমানার খবর প্রকাশের পরই ইলন মাস্ক তার প্ল্যাটফর্মে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। ইউরোপীয় কমিশনের পোস্টের নিচে তিনি লেখেন, ‘Bullshit’ (নিতান্তই বাজে কথা)। একই সঙ্গে ‘বাকস্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি’ হিসেবে উল্লেখ করে মাস্ক লেখেন: ‘আপনি কার জন্য ভোট দিচ্ছেন, তা জানার একমাত্র উপায় এটাই।’

অপরদিকে ইইউ নিয়ন্ত্রকদের দাবি, এক্স স্বচ্ছতার বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়েছে। গবেষকদের জন্য পাবলিক ডেটা অ্যাক্সেস না দেয়া, বিজ্ঞাপন ভান্ডার অসম্পূর্ণ রাখা এবং নীল টিক যাচাইকরণ ব্যবস্থায় বিভ্রান্তিকর ডিজাইন ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

আবা/এসআর/২৫

ইলন মাস্ক,এক্স,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত