ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে দেশটির সামরিক সরকারের বিমান বাহিনী। ভয়াবহ এ হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বিমান থেকে বোমা ফেলে এই হামলা চালানো হয়।

হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং এবং ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলার পরপরই হাসপাতাল এলাকা রক্তাক্ত ও ধ্বংসস্তূপে পরিণত হয়।

ওয়াই হুন অং এএফপিকে বলেন, “এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”

তিনি জানান, সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চলে, রাতেই ২০ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকালেও উদ্ধার কাজ অব্যাহত থাকে।

এই হামলা নিয়ে মন্তব্য জানতে সামরিক সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করে এএফপি কিন্তু কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে রাখাইন অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক সংগঠন আরাকান আর্মি (এএ)।

বুধবার রাতে এক বিবৃতিতে হাসপাতালের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে এই গোষ্ঠীও। ২০২৩ সালের অক্টোবর থেকে আরাকানে জান্তা বাহিনীর বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে তারা। দেড় বছরের মাথায় আরাকান অঞ্চল থেকে জান্তা ও তাদের অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি বিতাড়িত করেছে এএ।

সম্প্রতি সামরিক সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে। তবে আরাকান আর্মিসহ জান্তাবিরোধী অন্যান্য সশস্ত্র সংগঠন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। সূত্র: এএফপি

নিহত ৩১,জান্তার বিমান হামলা,রাখাইনে হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত