ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্রিসে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, মৃত্যু ২ জনের

গ্রিসে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, মৃত্যু ২ জনের

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়েছেন অন্তত ৪০ জন বাংলাদেশি। তীব্র শীত, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পানি ভেবে ভুলবশত পেট্রোল পান করায় অসুস্থ হয়ে পড়েন তারা। এর মধ্যে দুই বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ, একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ।

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে ছোট একটি প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে রওনা হন বাংলাদেশিরা। যাত্রাপথে মাঝ সমুদ্রে নৌকাটিতে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। সঙ্গে ছিল না কোনো খাবার বা পানীয়। টানা দুই দিন ক্ষুধা–তৃষ্ণায় কাতর অবস্থায় বোতলে রাখা পেট্রোলকে পানি ভেবে পান করেন তারা। এতে অনেকে অচেতন হয়ে পড়েন।

পরে গ্রিসের কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল থেকে বিষয়টি দূতাবাসকে জানানো হলে দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার ফলে বেশির ভাগেরই পাকস্থলী ও শ্বাসযন্ত্রে জটিলতা দেখা দিয়েছে। শারীরিক দুর্বলতা, পানিশূন্যতা ও হাইপোথার্মিয়ার কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে। পেট্রোল পান করার কারণেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর চারজনের অবস্থা উদ্বেগজনক ছিল। একজনের কিডনি–সংক্রান্ত জটিলতায় ডায়ালাইসিস চলছে। অন্যদের অবস্থা স্থিতিশীল হওয়ায় কয়েক দিনের মধ্যে ছাড়া দেওয়া হতে পারে।

হাসপাতাল ছাড়ার পর গ্রিসের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের মালাকাসা ক্যাম্পে পাঠানো হবে।

আবা/এসআর/২৫

গ্রিস,বাংলাদেশি,অসুস্থ,পেট্রোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত