অনলাইন সংস্করণ
২০:৪১, ১৪ ডিসেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ এলাকায় সংঘটিত গুলির ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা দেওয়ার পর পুলিশ অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ শুরু করেছে। এর অংশ হিসেবে ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালানোর সুযোগ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর আল জাজিরার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ বন্ডি বিচ এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার (২৯ মাইল) দূরে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে। এই অভিযানটি সাম্প্রতিক হামলার তদন্তের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
আরও জানা গেছে, হামলায় জড়িত অন্তত একজন ব্যক্তি এর আগেই অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নজরে ছিল। এএসআইও একটি ফেডারেল গোয়েন্দা সংস্থা হলেও তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও সমন্বয়ে কাজ করে।
এই কারণে এখনো হামলাকারীদের নাম প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এতে তদন্ত প্রক্রিয়া সুরক্ষিত থাকবে। বিশেষ করে যদি এই হামলার সঙ্গে একাধিক ব্যক্তি বা নেটওয়ার্ক জড়িত থাকে তাদের ধরাও সহজ হবে। হতে পারে কেবল অস্ট্রেলিয়ায় নয়, বিদেশেও তাদের নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান এবং সম্ভাব্য সব যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান এবং সম্ভাব্য সব যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।
বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ওই ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা বাড়ছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস জানিয়েছেন, সিডনিতে সংঘটিত ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন।
তিনি বলেন, হামলায় জড়িতদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।