ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পবিত্রতা অর্জনে অযুই শ্রেষ্ঠ উপায়

পবিত্রতা অর্জনে অযুই শ্রেষ্ঠ উপায়

ইসলামে পবিত্রতা অর্জনের সর্বোত্তম ও শেষ উপায় হলো অযু। কারণ, শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায়, কোরআন তেলাওয়াতসহ ইসলামের সব ইবাদত অযু করে আদায় করতে হয়। তাই প্রত্যেক মুসলমানের সর্বদা পাক–পবিত্র হয়ে থাকা জরুরি।

সবসময় অযু করে থাকলে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকা যায় এবং আল্লাহর ভয়ে মন-প্রাণ সচেতন থাকে।

ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে, যে ব্যক্তি অযুর মাধ্যমে পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে, তার জান্নাত লাভের আশা জাগে। কারণ মৃত্যুর সময় শয়তান তার কাছে ধোঁকা দিতে পারে না।

অযু করার ক্ষেত্রেও রয়েছে কিছু মাসয়ালা। যেমন- অযু শুরুতে বিসমিল্লাহ বলা, দুই হাত ভালোভাবে ধোয়া, আঙ্গুল খিলাল করা, মিসওয়াক করা, তিনবার কুলি করা এবং নাকে পানি দেওয়া। এরপর কপাল থেকে থুতনি পর্যন্ত ও কানের লতি পর্যন্ত মুখ ভালোভাবে ধোয়া, ডান হাত থেকে শুরু করে কনুইসহ তিনবার ধোয়া, মাথায় মাসাহ করা এবং কানের ভেতর ও বাইরের অংশ মাসাহ করা। সবশেষে ডান পা থেকে শুরু করে টাখনো পর্যন্ত পা ধোয়া।

এসব নিয়ম যথাযথভাবে পালন করলে অযু সম্পন্ন হয় এবং একজন মুসলমান পবিত্রতার মর্যাদা লাভ করে।

অযুই শ্রেষ্ঠ উপায়,পবিত্রতা অর্জন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত