ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কওমি মাদ্রাসায় ভাষাচর্চা

কওমি মাদ্রাসায় ভাষাচর্চা

বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে পাঁচটি ভাষা শেখানো হয়। সঙ্গত কারণেই পাঁচটি ভাষা কওমি মাদ্রাসায় পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। সেগুলো হলো- বাংলা, আরবি, ফারসি, উর্দু ও ইংরেজি। এর মূল কারণ, কওমি মাদ্রাসায় ইসলাম ধর্মের মূল শিক্ষাদীক্ষা মনীষী পরম্পরায় অবিকৃত উপস্থাপনায় চর্চিত হয়। ঈমান-আকিদা সংরক্ষণ, কোরআন-সুন্নাহভিত্তিক জীবনযাপন, দেশের সার্বভৌমত্ব, জাতির অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং মনুষ্যত্ববোধের পূর্ণ বিকাশ ও রবের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের পথ-পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করা কওমি মাদ্রাসা-শিক্ষার মূল প্রতিপাদ্য। বাংলাদেশে প্রচলিত কওমি মাদ্রাসাগুলো ভারতের দেওবন্দের দারুল উলুমের রীতিনীতি, আদর্শ ও চেতনার আলোকে পরিচালিত। কোরআন-হাদিস, ফিকহ, ভূগোল, ইতিহাস, গণিত, নবীজীবন, সাহাবাচরিত, যুক্তিবিদ্যা, দর্শনশাস্ত্র, তাসাউফ, ব্যাকরণ এবং আরবি ভাষার অলঙ্কারশাস্ত্রসহ একাধিক ভাষা-সাহিত্যের পাঠ ও চর্চা কওমি মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম।

বাংলা চর্চায় ব্যাপকতা : গত তিন দশক আগেও এ দেশের কওমি মাদ্রাসায় বাংলা ভাষার ব্যাপক চর্চা ছিল না। বাংলা ও আরবি সাহিত্যের চেয়েও উর্দু ও ফারসির চর্চা ব্যাপক ছিল। মরমি কবি জালালুদ্দিন রুমির মসনবি, শেখ সাদির গুলিস্তা, বুস্তা ও কারিমা এবং ফরিদ উদ্দিন আত্তারের পান্দনামা কাব্যগ্রন্থগুলো কওমি মাদ্রাসায় ব্যাপকহারে পঠিত ও চর্চিত হতো। এ ধারা এখনও অব্যাহত। এ কাব্যগ্রন্থগুলো নীতি-নৈতিকতা, মানবতা এবং আত্মিক উৎকর্ষ সাধনের বিবিধ পাথেয়সমৃদ্ধ। তাই কওমি মাদ্রাসার পাঠ্য তালিকায় এ কাব্যগ্রন্থগুলো ব্যাপক সমাদৃত ও অপরিবর্তনীয়। তবে এখন কওমি মাদ্রাসায় বাংলা ও আরবি ভাষা-সাহিত্যের চর্চা আগের চেয়ে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কওমি মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগে ভাষা-সাহিত্যের এ চর্চাকে দিন দিন গতিশীল করার প্রয়াস পাচ্ছে। কওমি শিক্ষার্থীদের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে বাংলা ভাষা-সাহিত্য ও সাংবাদিকতা চর্চার দ্বার উন্মোচিত হচ্ছে। মূলধারার সাহিত্য পরিচিতি ও চর্চা ব্যাপকতর হচ্ছে। তবে শুধু সমাজচিত্রের সাহিত্য নয়, মুসলমানিত্বকেও সাহিত্যের নানা শাখায় বিকশিত করার প্রগাঢ় বিশ্বাসকে সাহিত্য সাধনা বলে অভিহিত করে তারা। এ বিশ্বাস ও চেতনা থেকে বাংলা সাহিত্যের চর্চা ব্যাপক হচ্ছে।

প্রতিকূল পরিবেশে বাংলা চর্চা : বাংলা সাহিত্য চর্চার নামে অবৈধ প্রেম-পিরিতির রসালো গল্প-উপন্যাস কিংবা অন্য ধর্মের কাহিনিনির্ভর মহাকাব্য চর্চা করে নৈতিকভাবে যেন শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে, সেজন্য এককালে কওমি মাদ্রাসায় নির্দিষ্ট কিছু বাংলা বই পড়া নিষিদ্ধ ছিল। নবী-রাসুলদের জীবনকাহিনি, সাহাবাচরিত কিংবা নৈতিক শিক্ষার যে কোনো বই পড়ার জন্য উৎসাহ দেওয়া হতো। মূলধারার বাংলা সাহিত্যে হিন্দুধর্মের চর্চা থাকলেও চর্চা ছিল না ইসলাম ধর্মের। তাই নিরেট ধর্ম শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে সাহিত্য হিসেবে বাংলাকে আশি-নব্বইয়ের দশকে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হতো না। তাই বাংলা ভাষা-সাহিত্যের চর্চাও তখন মাদ্রাসায় ব্যাপক ছিল না। কিন্তু বাংলা ভাষার জন্য সবসময়ই নিবেদিতপ্রাণ কিছু মহান ব্যক্তিত্ব কাজ করে গেছেন। কওমি অঙ্গনেও বাংলাকে আগলে রেখেছেন, এমন কিছু মহান ব্যক্তিত্ব রয়েছেন। যারা প্রতিকূল পরিবেশেও বাংলা চর্চা অব্যাহত রেখেছেন। এদের উল্লেখযোগ্য হলেন- পুরান ঢাকার জামেয়া লালবাগের সাবেক প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)।

তিনি তৎকালীন সাধু ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছেন। উর্দু ভাষা থেকে অনুবাদও করেছেন বেশ কিছু বই। তিনি ৭১-এর আগেই বাংলা ভাষাকে নিজের প্রধান ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন। পাকিস্তান আমলেই বাংলা চর্চা করতেন, এমন আরেকজন আলেম ও বিশিষ্ট মুহাদ্দিস হলেন মাওলানা নূর মুহাম্মদ আজমী। তিনি কর্মজীবনে ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ১৯৭২ সালে তিনি ইন্তেকাল করেন। তার উল্লেখযোগ্য রচনা ‘হাদিসের তত্ত্ব ও ইতিহাস’ এবং মিশকাতুল মাসাবিহের বঙ্গানুবাদ। মিশকাতুল মাসাবিহের অনুবাদগ্রন্থগুলো বাংলাবাজারের এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত হয়। অনেক প্রতিকূলতা ও ঝড়ঝাপটা এড়িয়ে বাংলাকে আগলে ধরে পুরো জীবনটাই ব্যয় করেছেন সাহিত্যে সুবাস ছড়াতে মাওলানা মহিউদ্দীন খান (রহ.)। তিনি বহু গ্রন্থরচয়িতা। মাসিক মদীনার প্রতিষ্ঠাকালীন সম্পাদক। বাংলা ভাষায় সিরাত তথা নবীজীবন চর্চার পথিকৃৎ। তাফসিরে মাআরিফুল কোরআনের অনুবাদ তার কালজয়ী সাহিত্যকর্ম। ‘জীবনের খেলাঘরে’ তার আত্মজীবনীমূলক রচনা। এ গ্রন্থে তিনি তুলে ধরেছেন বাংলার গড়া-ভাঙার নানা ইতিহাস। সে সময়ে আরেকজন বিখ্যাত মুহাদ্দিস, শাইখুল হাদিস আজিজুল হক (রহ.) বাংলা ভাষায় বোখারি শরিফের অনুবাদ করেন। তিনিই বাংলা ভাষায় বোখারি শরিফের প্রথম অনুবাদক। মাওলানা রুমির মসনবি শরিফেরও তিনি অনুবাদ করেছেন। এ ছাড়া আরও অনেক আলেম তখন বাংলা চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

নতুন প্রজন্মের বাংলা চর্চা : এদের পরে যারা কওমি মাদ্রাসায় নিয়মিত সাহিত্য আসর করতেন, তারা গোপনীয়তা রক্ষা করেই সাহিত্য চর্চা করতেন। কেননা, তখন প্রাতিষ্ঠানিকভাবে বাংলা চর্চা একপ্রকার নিষিদ্ধ ছিল। সে সময়ের সাহিত্যপ্রেমী ও সাধকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মাওলানা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.), মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনসহ বর্তমানে সুপ্রতিষ্ঠিত কিছু লেখক। কওমি মাদ্রাসায় বাংলা চর্চাকে ব্যাপক করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন এবং এখনও তারা তাদের এ ধারা অব্যাহত রেখেছেন, এমন দুজন মহান ব্যক্তি আছেন এ অঙ্গনে। একজন হলেন- মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, আরেকজন ‘আদিব হুজুর’খ্যাত মাওলানা আবু তাহের মেসবাহ। এ সময়ের কওমিপড়ুয়া বাংলা সাহিত্যপ্রেমী ও সাহিত্যসাধক যে কেউ কোনো না কোনোভাবে এ দুজন ব্যক্তির সাহিত্যচেতনার সঙ্গে জড়িত।

বর্তমানে আরবি ও বাংলা চর্চা : কওমি মাদ্রাসায় এখন নিয়মিত বাংলা চর্চা হয়। সাহিত্যের আসর হয়। হয় পাঠপ্রতিক্রিয়া। মিরপুরস্থ দারুর রাশাদ মাদ্রাসায় বিশিষ্ট আলেম লেখক ও সাংবাদিক মাওলানা লিয়াকত আলীর তত্ত্বাবধানে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা বিষয়ক একটি আলাদা বিভাগ রয়েছে। এ ছাড়া লিখিয়েদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বাংলা ও আরবি চর্চার ব্যাপারে বিশেষ অবদান রাখছে। বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম, জাতীয় লেখক পরিষদ, বানানবাড়িসহ বেশ কিছু সংগঠন বাংলা সাহিত্যচর্চাকে ব্যাপক করার পেছনে নিরলস চেষ্টা করে যাচ্ছে। আরবি চর্চাও আগের তুলনায় এখন ব্যাপক হচ্ছে। প্রতিটি মাদ্রাসায় আরবির চর্চা এখন আশাজাগানিয়া। বাংলাদেশে আরবিকে সহজপাঠ্য ও সুখকর সাহিত্যে রূপদান করতে বিশেষভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবীন-প্রবীণ অনেক আলেম। এদের মধ্যে উল্লেখযোগ্য- মাওলানা সুলতান যওক নদবি (রহ.), মাওলানা আবু তাহের মেসবাহ, মাওলানা শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.), মাওলানা সফিউল্লাহ ফুআদ, মাওলানা মুহিউদ্দীন ফারুকী, মাওলানা শফিকুল ইসলাম ইমদাদী রাহাত প্রমুখ।

লেখক : মুহাদ্দিস ও গবেষক

কওমি মাদ্রাসা,ভাষাচর্চা,পাঠ্যক্রম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত