ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জিভে সাদা আস্তরণ: কোন রোগের লক্ষণ হতে পারে?

জিভে সাদা আস্তরণ: কোন রোগের লক্ষণ হতে পারে?

চিকিৎসকের কাছে গেলে প্রথমেই জিভ পরীক্ষা করা হয়। কারণ, শরীরের নানা অসুস্থতার প্রাথমিক লক্ষণ ফুটে ওঠে জিভে। বিশেষ করে জিভের রঙ পরিবর্তন হলে বা সাদা আস্তরণ দেখা দিলে তা হতে পারে বিভিন্ন রোগের ইঙ্গিত।

লিউকোপ্লাকিয়া

জিভের উপরিভাগের কোষ দ্রুত বৃদ্ধি পেলে ও কেরাটিন নামক প্রোটিনের সঙ্গে মিশে গেলে জিভে সাদা আস্তরণ তৈরি হয়। একে বলা হয় লিউকোপ্লাকিয়া। সাধারণত দ্রুত সেরে যায়, তবে অবহেলা করলে এটি মুখগহ্বর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

ওরাল থ্রাশ

মুখে থাকা ক্যান্ডিডা ইস্ট নামক ছত্রাক মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেলে জিভে সাদা আস্তরণ তৈরি হয়। এটিকে ওরাল থ্রাশ বলা হয়। এটি গুরুতর না হলেও দুর্বল ইমিউন সিস্টেমের ইঙ্গিত হতে পারে। প্রাথমিকভাবে ব্যবস্থা না নিলে সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে।

সিফিলিস

জিভে সাদা আস্তরণ পড়ার আরেকটি কারণ হতে পারে যৌনরোগ সিফিলিস। অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ অবহেলা করলে মারাত্মক আকার ধারণ করতে পারে।

কী করবেন?

জিভে সাদা আস্তরণ পড়া কোনো সাধারণ বিষয় নয়। এটি অবহেলা করলে জটিল রোগে রূপ নিতে পারে। তাই দুই সপ্তাহের বেশি সময় ধরে সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

জিভ,রোগ,লক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত