ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গরমে মেকআপ নষ্ট হওয়া থেকে বাঁচার কৌশল

গরমে মেকআপ নষ্ট হওয়া থেকে বাঁচার কৌশল

বিশেষ দিন কিংবা উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলতে মেকআপের জুড়ি নেই। তবে গরমের কারণে ঘাম হলে মেকআপ নষ্ট হয়ে বেমানান লাগতে পারে। মেকআপ কতক্ষণ টিকে থাকবে তা মূলত নির্ভর করে বেস-এর ওপর। তাই ঘামেও মেকআপ যাতে নষ্ট না হয়, তার কিছু সহজ ট্রিকস জানা জরুরি।

আইস রোলার ব্যবহার করুন

মেকআপ করার আগে ত্বকে বরফ ঘষে নিলে ঘাম কম হয় এবং মেকআপ টিকে থাকে দীর্ঘক্ষণ। বরফ ঘষলে ওপেন পোরস বন্ধ হয়ে ত্বক টানটান দেখায়। তাই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে আইস রোলার ব্যবহার করলে মেকআপ সহজে গলে যায় না।

প্রাইমার লাগাতে ভুলবেন না

অনেক সময় সময় বাঁচাতে প্রাইমার বাদ দেওয়া হয়, অথচ এটি মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। প্রাইমার মেকআপকে দীর্ঘসময় টিকিয়ে রাখে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফায়িং প্রাইমার বা প্রাইমার মিস্ট ব্যবহার করলে মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে এবং সাজ সুন্দর দেখায়।

সঠিক ফাউন্ডেশন বেছে নিন

ফাউন্ডেশন মেকআপে অন্য মাত্রা যোগ করে। তবে এটি অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী নির্বাচন করতে হবে। হালকা মেকআপ চাইলে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন। এটি চকচকে ভাব কমায় এবং ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাদের জন্য ম্যাট ফাউন্ডেশনই উপযুক্ত।

কনসিলারের ব্যবহার

নিখুঁত বেস মেকআপের জন্য কনসিলার অপরিহার্য। এটি শুধু দাগ-ছোপ আড়াল করে না, বরং পুরো মেকআপকে আরও পরিপূর্ণ করে তোলে। তবে ব্যবহার করতে হবে পরিমিতভাবে। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফিনিশ কনসিলার ভালো। পাশাপাশি সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করাও জরুরি। ব্রণ থাকলে আগে প্রাইমার দিয়ে তার ওপর কনসিলার লাগালে মেকআপ সুন্দরভাবে সেট হবে।

মেকআপ,নষ্ট,কৌশল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত