ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কমলাপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ উপদেষ্টা

কমলাপুর স্টেশন পরিদর্শন করলেন রেলপথ উপদেষ্টা

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘন্টা পর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

এদিকে সকালে স্টেশন ঘুরে দেখা যায়, জনশূন্য রয়েছে রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম। রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষামান যাত্রীরা। এমন পরিস্থিতিতে উপদেষ্টাকে পেয়ে নিজেদের পরিস্থিতির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

কমলাপুর স্টেশন,রেলপথ উপদেষ্টা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত