অনলাইন সংস্করণ
০৮:৫৮, ২৯ জানুয়ারি, ২০২৫
মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও বিপুল পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে যায়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার ফতুল্লা থানার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত একটার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পার্শ্ববর্তী এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়লে অগ্নিকাণ্ড ঘটে।
মুহূর্তের মধ্য আগুন টিনসেড কারখানাটির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লা স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই কারখানায় থাকা বিপুল পলি, কার্টন ও কাঁচামাল পুড়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
কারখানাটিতে পুরনো পলি গলিয়ে গার্মেন্টসের প্যাকেজিংয়ের পলির দানা উৎপাদন করা হতো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, রাত ১টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের তিনটি স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সোয়া দুইটার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই। তবে আগুনে কেউ হতাহত হয়নি। তদন্ত না করা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু বলা যাবে না।
আবা/এসআর/২৫