ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি

১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি

জাতীয় পার্টি-সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিলের দাবি করেছে জুলাই ঐক্য।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবিও জানান নেতারা।

সংগঠনের অন্যা নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে।

এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। একইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাথে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় সংগঠনটি।

১৪ দল,নিষিদ্ধ,নিবন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত