ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলনের ইস্যুতে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে ক্ষমা চেয়েছেন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে আন্দোলনকারী দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সরকারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা প্রার্থনা করেছেন তারা। এনবিআরের বেশ কয়েকটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ক্ষমা চাওয়াদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে।

সূত্র বলছে, প্রায় দুইশ’র মতো আয়কর ক্যাডার কর্মকর্তা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে ব‍্যাচভিত্তিক ক্ষমা চেয়েছেন। তাদের মধ‍্যে ৪০, ৩৮, ৩৩, ৩১, ৩০, ২৯, ২৮ ব‍্যাচের কর্মকর্তা বেশি।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, ‘চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগতভাবে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের আমি ক্ষমা করে দিয়েছি। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।’

এর আগে গত সপ্তাহে এনবিআরের দুজন সদস্যসহ সব মিলিয়ে সংস্থাটির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

আবা/এসআর/২৫

এনবিআর,ক্ষমা,চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত