জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণ ও সংস্কারের জন্য নীতিগতভাবে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রন্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২১তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিবীক্ষণ কমিটির দুটি পৃথক বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের দুটি প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদিত হয়েছে এবং এর নির্মাণ কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।