ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় দুই দফায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় দুই দফায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় মোট ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞা করে তা ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

দুপুরে প্রথম দফায় ৮ জন এবং রাতে দ্বিতীয় দফায় আরও ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

দুপুরে বরখাস্ত: মাসুমা খাতুন, যুগ্ম-কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-২; মুরাদ আহমেদ, যুগ্ম-কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-১৫; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম-কর কমিশনার, কুষ্টিয়া কর অঞ্চল; মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম-কর কমিশনার, নোয়াখালী কর অঞ্চল; মো. আশরাফুল আলম প্রধান, যুগ্ম-কর কমিশনার, কক্সবাজার কর অঞ্চল; মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপ-কর কমিশনার, খুলনা কর অঞ্চল; মোসা. নুশরাত জাহান শমী, উপ-কর কমিশনার, রংপুর কর অঞ্চল; ইমাম তৌহিদ হাসান শাকিল, উপ-কর কমিশনার, কুমিল্লা কর অঞ্চল

রাতে বরখাস্ত: মো. শাহাদাত জামিল, দ্বিতীয় সচিব, এনবিআর; মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-৮; হাছান মুহম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট; সিফাত-ই-মরিয়ম, উপ-প্রকল্প পরিচালক, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প; সবুজ মিয়া, রাজস্ব কর্মকর্তা; শফিউর বশর, রাজস্ব কর্মকর্তা

গত ২৪ জুন আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত কর্মসূচিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা দুটি বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান। তারা দাবি করেন, আদেশগুলো ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’।

এর আগে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ দাবিতে আন্দোলন চলছিল। সেই প্রেক্ষাপটে ২২ জুন পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।

তাদের মধ্যে উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে ময়মনসিংহ কর অঞ্চলে, মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকা কর অঞ্চল-১৬ থেকে খুলনা কর অঞ্চলে, মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে বগুড়া কর অঞ্চলে বদলি করা হয়।

এ ছাড়া ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে পাঠানো হয়।

গত ২৯ জুন এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলা আন্দোলন স্থগিত হয়। এরপর এনবিআরের চার শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এবং ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে।

সরকারি সূত্রে জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার বিষয়, তাদের স্থায়ী শাস্তি হয় কিনা, নাকি পুনর্বহাল করা হয়।

১৪ কর্মকর্তা বরখাস্ত,এনবিআর,বদলির আদেশ ছিঁড়ে ফেলায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত