ঢাকা শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয় শোক আজ

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রীয় শোক আজ

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। দিনটিকে স্মরণে রেখে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওইদিন ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর-২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আবু সাঈদসহ এই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হবে।

আবা/এসআর/২৫

‘জুলাই শহীদ দিবস’,শোক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত