মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে তাকে পদায়ন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করার জন্য গঠিত একটি স্বশাসিত সংস্থা। এটি ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। দুদকের প্রধান কাজ হলো দুর্নীতির অভিযোগ পেলে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া এবং দুর্নীতি নির্মূলে কাজ করা।