‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ (বুধবার) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
দিবসটিকে ঘিরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চব্বিশে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের শুরুর দিকে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মহুতি আন্দোলনকে আরও বেগবান করেছিলো। আবু সাঈদের শাহাদাতের এই দিনটিকে “জুলাই শহীদ দিবস” হিসেবে ঘোষণা করা হয়।