গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবরুদ্ধ অবস্থায় থাকা এনসিপি নেতাকর্মীদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘এনসিপি নেতাকর্মীদের রেস্কিউ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ন্যক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
এর আগে দুপুরের পর গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এতে জড়িত।
হামলার সময় শহরের পৌরপার্ক এলাকার আশপাশে ব্যাপক সংঘর্ষ, গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা হয়েছে বলে জানা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি রয়েছে এবং অতিরিক্ত ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সরকার জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।