ভারত থেকে বাংলাদেশে পুশ ইনের ঘটনা এখনো ঘটছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এটি দুই দেশের বিদ্যমান চুক্তি ও ব্যবস্থার পরিপন্থি এবং নিয়ম লঙ্ঘনের শামিল।
বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, দুই দেশের মধ্যে নাগরিক শনাক্ত করে ফেরত নেওয়ার একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। কিন্তু সেটি না মেনে পুশ-ইন হলে তা পরিষ্কারভাবে নিয়ম লঙ্ঘন। তার ভাষায়, "পুশ-ইন চলছে। এটা ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, তার পরিপন্থি। আমাদের লোক হলে অবশ্যই ফেরত নেবো। তবে সেটি তালিকা যাচাইয়ের মাধ্যমে হওয়া উচিত।"
তিনি আরও বলেন, সম্প্রতি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বাংলাদেশ বেশকিছু নাগরিককে ফেরত নিয়েছে। বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করছে যেন সেই পদ্ধতিটি বজায় রাখা হয়।
ভারত থেকে পুশ-ইন করা ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন, তাদের নাগরিক হলে ভারত তাদের ফিরিয়ে নেবে। এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন নেই।
সীমান্তে আইনভঙ্গ করলে গুলি করে হত্যার অধিকার কোনো বাহিনীর নেই উল্লেখ করে তিনি বলেন, “যারা এ ধরনের কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। আমরা এটি নিয়ে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি এবং এখনো আমাদের অবস্থান স্পষ্ট।”
সীমান্ত হত্যার বিষয়ে অন্তর্বর্তী সরকার আগের তুলনায় নমনীয় কিনা জানতে চাইলে তিনি বলেন, “মোটেই নয়। আমরা শুরু থেকে এখন পর্যন্ত একই ধরনের কঠোর ও স্পষ্ট অবস্থানে আছি।”