ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে ২২ ঘণ্টা কারফিউ জারি

গোপালগঞ্জে ২২ ঘণ্টা কারফিউ জারি

গোপালগঞ্জে চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ন্ত্রণে আনতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার সন্ধ্যায় সরকারের প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগসহ অস্থিরতা তৈরি হওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে কারফিউ জারি করা হয়েছে। এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি এবং সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে মাঠে থাকবে।

এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। বুধবার সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ পুলিশ জানিয়েছে, এতে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা হয়। সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

পরে পুলিশের নিরাপত্তায় পুনরায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আখতার হোসেন বক্তব্য দেন। তবে সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার সময় আবার হামলার শিকার হন তারা। নেতাকর্মীরা আশ্রয় নেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে।

হামলার পর শহরের বিভিন্ন স্থানে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করা হয়। এর ফলে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং কারফিউ কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

গোপালগঞ্জ,২২ ঘণ্টা,কারফিউ জারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত