ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১১০ কর্মকর্তা

এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১১০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে কর্মরত শতাধিক সাব-ইন্সপেক্টরকে (এসআই) ইন্সপেক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং-২ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

পৃথক ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সাব ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) ৬০ জন, সাব ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) ৪৫ জন এবং ট্রাফিক বিভাগে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ৫ জন পুলিশ সার্জেন্টকে স্থানাপন্ন ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যার্থে এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-২ বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টারসকে কপি দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ,এসআই,ইন্সপেক্টর,পদোন্নতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত