অনলাইন সংস্করণ
১৯:২৭, ১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে। এরপর আবারও অনির্দিষ্টকালের জন্য তা কার্যকর থাকবে।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।