ঢাকা শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

দেশজুড়ে টানা ৫ দিনের বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিনের বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির আশঙ্কা থাকলেও, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও কম-বেশি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সপ্তাহজুড়ে দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ফলে সড়ক ও জলাবদ্ধতা পরিস্থিতির দিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, এই সময়কালে বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ টানা বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে।

বৃষ্টির আভাস,দেশজুড়ে,টানা ৫ দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত