খুলনা মহানগরীতে অতিরিক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া, একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামের এক ব্যক্তিকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, “বিষাক্ত মদ পান করার পর ওই পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তারা মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।”
ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে বিষাক্ত মদকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আবা/এসআর/২৫