অনলাইন সংস্করণ
১৬:৪৫, ২২ জুলাই, ২০২৫
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি পালনের কথা ছিল। উত্তরায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর নতুন তারিখ ও কর্মসূচি ঘোষণা করা হবে।