দিনভর ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় নেমেছে মুষলধারে বৃষ্টি। একই সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার কিছুক্ষণ আগে শুরু হয় বজ্রপাত ও বৃষ্টি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বেড়ে যায় বৃষ্টির পরিমাণ। ভোর ৬টার পরে বৃষ্টির পরিমাণ কমে গেলেও আবহাওয়া হয়ে আছে মেঘাচ্ছন্ন।
যদিও আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যায় জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে বৃষ্টি হতে পারে। আজ সাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হওয়ার আশঙ্কা রয়েছে।