ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাইলস্টোন ট্র্যাজেডি

ঝরে গেলো আয়মান নামের আরও এক ফুল

ঝরে গেলো আয়মান নামের আরও এক ফুল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান (১০) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু আয়মানের বাড়ি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। সে ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, এখন পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ৩২ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫১ জন।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।

মাইলস্টোন ট্র্যাজেডি,আয়মান,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত