ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় চিকিৎসক দল

অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় চিকিৎসক দল

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দ্বিতীয় দফায় রোগীদের শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।

শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় হাইকমিশন তা‌দের ফেসবুক এক পো‌স্টে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হ‌য়ে‌ছে, ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফররত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ (শুক্রবার) দলটি ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে দ্বিতীয় দফা পরামর্শ করেছে, কিছু রোগীর সঙ্গে দেখা করেছে এবং তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

তারা ইনস্টিটিউটের ডাক্তারদের সঙ্গে ব্যবস্থাপনা প্রোটোকল সম্পর্কে আলোচনা করেছে এবং চিকিৎসা পদ্ধতির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।

প্রসঙ্গত, অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে গত বুধবার তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসে। বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ভার‌তের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

চিকিৎসক,অগ্নিদগ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত