অনলাইন সংস্করণ
১৭:৫৪, ৩০ জুলাই, ২০২৫
গাজীপুরে সবচেয়ে বেশি ভোটার থাকায় সেখানে একটি নতুন সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে, বাগেরহাটে ভোটার সংখ্যা কম থাকায় একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ কারিগরি কমিটি এই প্রস্তাব দিয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, যেসব আসনে সবচেয়ে বেশি ভোটার রয়েছে সেখানে অতিরিক্ত আসনের প্রয়োজন দেখা দিয়েছে। আর যেসব আসনে ভোটার সবচেয়ে কম, সেখান থেকে একটি আসন কমানোর যৌক্তিকতা রয়েছে।
কমিশনার জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনে সীমা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত আপত্তি ও সুপারিশ গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত।
তিনি আরও বলেন, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারায় নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিশেষজ্ঞ টিমের মতামত, কমিশনের অভ্যন্তরীণ সুপারিশ এবং ২০২২ সালের জনশুমারির তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই নির্বাচন কমিশন ৯ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করে। এই কমিটি ভোটারের সংখ্যা অনুসারে জেলার গ্রেডিং করেছে। তবে যেসব জেলা ১, ২ বা ৩টি আসন বিশিষ্ট, সেগুলোকে বিভক্ত বা একীভূত করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিশন। ফলে এসব জেলায় কোনো সীমানা পরিবর্তন আনা হয়নি।
এছাড়া প্রায় ২৫০টি আসনের ক্ষেত্রে কোনো আবেদন না আসায় সেগুলোতে সীমানা অপরিবর্তিত রাখা হয়েছে। সীমানা পুনঃনির্ধারণের গেজেট প্রকাশের অনুমোদনও ইতোমধ্যে দেওয়া হয়েছে, যা আগামীকাল প্রকাশ হতে পারে বলেও জানান মো. আনোয়ারুল ইসলাম।
ব্রেকিংনিউজ/এনএইচ