ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা

দেশের চামড়া শিল্পের সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, চামড়া শিল্প নিয়ে আমরা অপরাধ করেছি। এটার সঠিক মূল্যায়ন করিনি। অথচ এই শিল্প দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ছিল।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি’ বিষয়ক উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় তিনি চামড়া শিল্পের সংকট নিরসনে একটি পৃথক বৈঠকের আয়োজনের নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, বৈঠকে মোট ১৬টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪টি, শিল্প মন্ত্রণালয় ৩টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২টি, বাণিজ্য মন্ত্রণালয় ৩টি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ৪টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানান, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাস্তবায়নে ১৯টি সংস্থাকে যুক্ত করা হয়েছে এবং আরও সংস্থা যুক্ত করা হচ্ছে। তিনি ট্যারিফ পলিসি ২০২৩ বাস্তবায়নের অগ্রগতির বিষয়েও সভাকে অবহিত করেন।

সভায় তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য রপ্তানি খাতেও প্রণোদনা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পাশাপাশি, ম্যানমেইড ফাইবার খাতে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রসঙ্গে আলোচনা হয়।

এছাড়া, সাভারের টানারি ভিলেজে ইটিপি পূর্ণমাত্রায় চালু, গজারিয়ায় এপিআই পার্ক চালু, এবং ২০২২ সালের শিল্প নীতির হালনাগাদ বিষয়েও আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

প্রধান উপদেষ্টা আগামী দুই মাসের মধ্যে এলডিসি থেকে উত্তরণের বিষয়ে করণীয় নির্ধারণে আরেকটি বৈঠক আয়োজনের নির্দেশ দেন।

তিনি বলেন, আমাদের নিজেদের স্বার্থেই এই কাজগুলো করতে হবে। যেসব নীতিমালা কাজের নয়, সেগুলো পরিবর্তন করে এগিয়ে যেতে হবে।

প্রধান উপদেষ্টা,সঠিক মূল্যায়ন,চামড়া শিল্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত